নাজিমখান ইউনিয়নে ঐতিহ্যবাহী বুড়ি তিস্তা নদী প্রবাহিত।এ নদীতে বর্ষাকালে পানি থাকে কিন্তু শুস্ক মৌসুমে পানির অভাব দেখা যায়।বর্ষাকালে কলার ভেলা,মাঝেমধ্যে ছোট ছোট ডিঙ্গী নৌকা দেখা যায়।বর্ষাকালে এ নদীতে পর্যাপ্ত দেশী মাছ পাওয়া যায়।এ নদীতে কৃষকেরা তাদের উৎপাদিত পাট পচানোর কাজে ব্যবহার করে।এ নদীর জাগ দেয়া পাট-এর রঙ ভাল হয় যার ফলে বাজার মুল্য সবসময় বেশী পাওয়া যায়।
বর্তমানে তিস্তা নদী উপকূল ভেঙ্গে নাজিমখান ইউনিয়নের প্রায় ৫০ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে।সেই সূত্রে বর্তমানে তিস্তানদীও নাজিমখান ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS