Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

নাজিমখান ইউনিয়নের যোগাযোগ ব্যাবস্থার প্রধান মাধ্যম সড়কপথ।তবে বর্ষাকালে কলার ভেলা কিংবা ছোট ডিঙ্গি নৌকা বুড়ি তিস্তা নদীতে চলাচল করতে দেখা যায়।সড়কপথে যাত্রী পরিবহনের জন্য রিক্সা,সাইকেল,মটর সাইকেল,অটোরিক্সা,টেম্পু,বাস,মিনিবাস,মাইক্রোবাস চলাচল করে।মালামাল পরিবহনের জন্য ঘোড়ার গাড়ী,ট্রলি,ট্রাক্টর,পিক-আপ এবং ট্রাক ব্যবহার করা হয়।রংপুর থেকে মালামাল পরিবহনের জন্য বিভিন্ন ট্রান্সপোর্ট কোম্পানী্র পরিবহন সুবিধা পাওয়া যায়।যাত্রী পরিবহনের জন্য রংপুর বাস টার্মিনাল এবং বি,আর,টি,সি কাউন্টারে  নির্ধারিত বাস চলাচল করে।ঢাকা থেকে আসার জন্য আসাদগেট,কল্যানপুর,গাবতলী থেকে চেয়ারকোচ পাওয়া যায়।কুড়িগ্রাম জেলা শহর থেকে নাজিমখান বাজার আসতে আপনাকে প্রথমে রাজারহাট আসতে হবে এরপর আপনি অটোরিক্সা,মিনিবাস,লেগুনা ইত্যাদির মাধ্যমে নাজিমখান বাজার আসতে পারবেন।