বিসমিল্লাহির রাহমানির রাহিম
সম্মানিত নাজিমখান ইউনিয়নবাসী
আসসালামু আলাইকুম ও আদাব।
এতদ্বারা নাজিমখান ইউনিয়নের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপকারভোগীদের নিম্ন বর্ণিত স্থান ও সময়সূচি মোতাবেক স্ব-শরীরে উপস্থিতির মাধ্যমে লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। তাই উক্ত তারিখে যথাসময়ে আইডি কার্ড ও মোবাইল সহ উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হলো।
বিষয়টি অতীব জরুরী।
বিশেষ দ্রষ্টব্য: প্রতিবন্ধী উপকার ভোগীদের ক্ষেত্রে সূবর্ণ কার্ড সঙ্গে আনতে হবে।
লাইভ ভেরিফিকেশনের তারিখ |
বার |
ওয়ার্ড নম্বর |
সময় |
স্থান |
০৮-০৯-২০২৪ |
রবিবার |
০১ |
সকাল ১০.০০ঘটিকা হতে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত |
বড়ঘাট গমির উদ্দিন মাদ্রাসা |
০৯-০৯-২০২৪ |
সোমবার |
০২ |
মমিন ব্যাপারীর বাড়ীর পুকুরপাড় গনির দোকান |
|
১০-০৯-২০২৪ |
মঙ্গলবার |
০৩ |
মনিডাকুয়া দাখিল মাদ্রাসা |
|
১১-০৯-২০২৪ |
বুধবার |
০৪ |
ইউনিয়ন পরিষদ |
|
১২-০৯-২০২৪ |
বৃহস্পতিবার |
০৫ |
বাছড়া মাদ্রাসা |
|
১৫-০৯-২০২৪ |
রবিবার |
০৬ |
রাঘব সরকারী প্রাথমিক বিদ্যালয় |
|
১৭-০৯-২০২৪ |
মঙ্গলবার |
০৭ |
বারসুধাই সরকারী প্রাথমিক বিদ্যালয় |
|
১৮-০৯-২০২৪ |
বুধবার |
০৮ |
তালতলা নূরানী মাদ্রাসা |
|
১৯-০৯-২০২৪ |
বৃহস্পতিবার |
০৯ |
সোনালুরকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয় |
|
আহ্বানে মোঃ আব্দুল মালেক পাটোয়ারী চেয়ারম্যান নাজিমখান ইউনিয়ন পরিষদ, রাজারহাট, কুড়িগ্রাম। মোবাঃ ০১৭১২৯২৭২৮০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস